Last Updated: Thursday, August 1, 2013, 10:47
না, আরব দুনিয়া নয়। পাকিস্তান, বাংলাদেশ, ভারত নয়। পোশাক `ফতোয়া`র কোপ এ বার খোদ ব্রিটিশ মুলুকে। গ্রেট ব্রিটেনের এক স্কুলে মেয়ে শিশুদের ছোট স্কার্ট পরা নিষিদ্ধ করা হল। আজ বৃহস্পতিবার থেকে কার্যকর হল এই নিয়ম। স্কুলটির নাম ওরস্টারশায়ার কাউন্টির রেডিচ শহরে ওয়াকউড চার্চ অব ইংল্যান্ড মিডল।