shreesanth - Latest News on shreesanth| Breaking News in Bengali on 24ghanta.com
শ্রীসন্থকে ধোনি এবং হরভজন ফাঁসিয়েছে বলে দাবি বাবার

শ্রীসন্থকে ধোনি এবং হরভজন ফাঁসিয়েছে বলে দাবি বাবার

Last Updated: Thursday, May 16, 2013, 09:33

আইপিএলে ম্যাচ ফিক্সিং-এর অভিযোগে গ্রেফতার করা হল ভারতীয় পেসার শ্রীসন্থকে। শ্রীসন্থ ছাড়াও গ্রেফতার হয়েছেন অঙ্কিত চহ্বান ও অজিত চানডদিলা। এই তিন জনই এবারের আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলছেন। আজ সকালে দিল্লি পুলিস গ্রেফতার করেছে এই তিনজনকে। এই তিনজনের বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ের অভিযোগ আনা হয়েছে।