Last Updated: Wednesday, November 28, 2012, 18:41
চলতি মরসুমে চার্চিল টিডি হিসাবে কলকাতায় প্রথম ম্যাচেই বাজিমাত করলেন সুভাষ ভৌমিক। যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রয়াগকে ২-১ গোলে হারিয়ে তিন পয়েন্ট নিয়ে গেল সুভাষ ভোমিকের চার্চিল ব্রাদার্স। কার্লোস হার্নান্ডেজের ছাড়া মাঠে নামার খেসারত দিতে হল প্রয়াগ ইউনাইটেডকে। ৮ ম্যাচে ১৮ পয়েন্টে পেয় চার্চিল ব্রাদার্স লিগ তালিকায় দু নম্বরে চলে এল। অন্যদিকে শেষ দুটো ম্যাচে পাঁচ পয়েন্ট নষ্ট করে চ্যাম্পিয়নশিপের দৌড়ে বেশ খানিকটা পিছিয়ে পড়ল এলকোর প্রয়াগ।