Last Updated: Wednesday, January 18, 2012, 11:06
নামটা শুনলেই চট করে কয়েকটা ছবি ভেসে ওঠে মনে। মাওবাদী হুমকি, পোস্টার, খুন, পুলিস ক্যাম্প, সিআরপিফের ভারি বুটের আওয়াজ, এমনই আরও কত কী! কিন্তু সব কিছুকে দূরে সরিয়ে রেখে মঙ্গলবার ঝাড়গ্রামই হয়ে উঠল এক রঙিন উত্সবের ঠিকানা।