Last Updated: Friday, May 17, 2013, 11:07
রাজ্যের বিভিন্ন ভুঁইফোর সংস্থার বিরুদ্ধে অভিযোগ জানাতে রাজ্য সরকারের নির্দেশে তৈরি হয়েছে শ্যামল সেন কমিশন। বৃহস্পতিবার পর্যন্ত কমিশনে মোট দায়ের হওয়া অভিযোগের সংখ্যা দু`লক্ষ ছিয়ানব্বই হাজার চারশো অষ্টআশি। যার মধ্যে শুধু দক্ষিণবঙ্গের জন্য বিধাননগরের নিউটাউনের ফিনান্স সেন্টারে তৈরি হওয়া কমিশনের অফিসে অভিযোগ জমা পড়েছে দু`লক্ষ ছিয়াশি হাজার ছশো তেইশটি।