Last Updated: Monday, November 5, 2012, 18:19
পুলিস ও কংগ্রেস কর্মীদের সংঘর্ষে উত্তেজনা ছড়াল শ্যামবাজার পাঁচমাথার মোড়ে। হলদিয়া থেকে এবিজির বিদায় নিয়ে আজ একটি প্রতিবাদ মিছিল বের করে উত্তর কলকাতা আইএনটিইউসি। বেলগাছিয়া থেকে মিছিলটি শ্যামবাজার পাঁচমাথা মোড় পর্যন্ত আসে। হলদিয়া কাণ্ডে শুভেন্দু অধিকারী ও মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকার নিন্দা করে মিছিল থেকে স্লোগানও দেওয়া হয়।