sibchu - Latest News on sibchu| Breaking News in Bengali on 24ghanta.com
একবছরে পা দিল সিবচু কাণ্ড, এখনও তদন্ত শেষ হয়নি

একবছরে পা দিল সিবচু কাণ্ড, এখনও তদন্ত শেষ হয়নি

Last Updated: Wednesday, February 8, 2012, 11:19

একের পর এক বেশ কয়েকটি মামলায় অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করেছে সিআইডি। দ্রুত তদন্ত করা, অভিযুক্তদের গ্রেফতার করা এবং নির্দিষ্ট সময়ের মধ্যে চার্জশিট দেওয়ার কাজ করেছে রাজ্য গোয়েন্দা পুলিস। যদিও এরমধ্যেই রয়েছে অন্য উদাহারণ। নতুন সরকার আসার পর যে মামলাটির তদন্তভার প্রথম সিআইডি-র হাতে তুলে দেওয়া হয়েছিল, আজ সেই ঘটনার একবছর। যদিও তদন্তের কাজ শেষ হয়নি এখনও। ৮ ফেব্রুয়ারি ২০১১ গোর্খা জনমুক্তি মোর্চার বিক্ষোভে উত্তাল হয়েছিল ডুয়ার্স।