Last Updated: Wednesday, May 9, 2012, 19:57
টুজি কেলেঙ্কারির অন্যতম প্রধান অভিযুক্ত, প্রাক্তন টেলিকম সচিব সিদ্ধার্থ বেহুরার জামিনের আবেদন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট। আর শীর্ষ আদালতের এই রায়ের পরই দিল্লির বিশেষ সিবিআই আদালতে জামিনের জন্য আবেদন জানালেন স্পেকট্রাম কেলেঙ্কারির প্রধান অভিযুক্ত আন্দিমুথু রাজা। আগামী শুক্রবার প্রাক্তন টেলিকমমন্ত্রীর এই জামিন আবেদনের শুনানি হবে।