Last Updated: Friday, October 5, 2012, 10:14
কিংফিশারের অন্দরমহলে আশান্তির ঝড় অব্যাহত। এক ইঞ্জিনিয়ারের স্ত্রীয়ের আত্মহত্যার ঘটনাকে ঘিরে বেসরকারি বিমান সংস্থা কিংফিশার এয়ারলাইন্সের কর্মীমহলে শোকের
ছায়া। গত বৃহস্পতিবার তাঁরা দিল্লিতে সংস্থার দফতরে মোমবাতি মিছিল করেন।