Last Updated: Wednesday, November 14, 2012, 20:08
কোচ বাইচুং ভুটিয়ার প্রথম দিনের অনুশীলন দেখতে এলেন জিদান! হ্যাঁ আশ্চর্য হলেও ব্যাপরটা সত্যি। আসলে এদিন বাইচুংয়ের ক্লাবের অনুশীলনে হাজির মেহতাব হোসেন। মেহতাব তাঁর ছেলেকে নিয়ে আসেন অনুশীলনে। মেহতাবের ছেলের ডাক নাম জিদান। তাই বলাই যায় পাহাড়ি বিছের কোচ হওয়ার অভিষেক দিনটা সাক্ষী থাকলেন জিদান। জিদানকে নিয়ে হঠাত্ই ইস্টবেঙ্গল তাঁবুতে হাজির মেহতাব হোসেন। গ্যালারিতে বসে থাকা কোচ বাইচুংকে দেখে এগিয়ে এলেন প্রাক্তন সতীর্থ। খানিকক্ষণ আড্ডা,বাইচুং-জিদানের খুনসুটি। তারপর নির্ভেজাল ফুটবল আলোচনা।