Last Updated: Sunday, June 8, 2014, 11:05
স্বাধীনতা সবাই চায়। আর বাঁচার স্বাধীনতা তো প্রত্যেক জীবের প্রথম ইচ্ছা। কিন্তু প্রকৃতির নিয়মে অনেক ক্ষুদ্র জীবকে হার মানতে হয় অধিক ক্ষমতাবাণ ও বুদ্ধিশীল জীবের কাছে। সত্যি বলতে মানুষের কাছে। যেন পৃথিবীই নতজানু হয়ে বশ্যতা স্বীকার করছে মানুষের কাছে। এতকিছু বলার কারণ অঙ্ক মাঝের মধ্যে ভুল হয়। আর ভুল অঙ্কও কঠিন বাস্তবকে চিনিয়ে দেয়। কিছু ছোটো ঘটনাও চোখ খুলে দেয় আমাদেরকে।