Last Updated: Thursday, June 6, 2013, 10:00
প্রতিদিনের খাবারের সঙ্গে পর্যাপ্ত পরিমাণে তরমুজ। সঙ্গে দিনে বেশ কয়েকবার করে স্নান। কিন্তু, তাতেও গরমের হাত থেকে দেওয়া যাচ্ছে না স্বস্তি। তাই, এবার বন্দোবস্ত করা হয়েছে কুলারের। আর তাতেই এখন খোশমেজাজে রয়েছে আগ্রার ভল্লুক রেসকিউ সেন্টারের অতিথিরা।