smoke alarm - Latest News on smoke alarm| Breaking News in Bengali on 24ghanta.com
বোমাতঙ্কের জেরে বন্ধ রইল মেট্রো পরিষেবা

বোমাতঙ্কের জেরে বন্ধ রইল মেট্রো পরিষেবা

Last Updated: Friday, March 15, 2013, 14:51

বিস্ফোরক মিলল না। কিন্তু আতঙ্ক ছড়ালো পুরোদমে। তার জেরে বন্ধ রইল কুঁদঘাট বাজার। পরিষেবা থমকে গেল মেট্রোর। পরে বম্বস্কোয়াড উদ্ধার করল নৌসেনার ব্যবহৃত মেয়াদউত্তীর্ণ দুটি স্মোক অ্যালার্ম। সেগুলিকে পরীক্ষার জন্য পাঠানো হল ফরেনসিক দফতরে।