Last Updated: Wednesday, June 13, 2012, 16:50
দেহে বাসা বাঁধা কালান্তক ক্যানসার`কে নির্মূল করে মাসখানেক আগেই দেশে ফিরেছেন তিনি। কিন্তু তেমন করে তাঁকে জনসমক্ষে দেখা যায়নি। এই পরিস্থিতিতে তিনি আদৌ ভেনেজুয়ালার প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াবেন কি না তা নিয়ে লাগাতার নানা প্রশ্ন তুলছিল মার্কিন মিডিয়া।