Last Updated: Thursday, July 26, 2012, 09:24
২৪ ঘণ্টার খবরের জেরে সোনারপুর থানায় রাখা গাড়ির মালিকের খোঁজে পরিবহণ দফতরকে চিঠি দিচ্ছে পুলিস। গত ১৯ জুলাই সোনারপুরের বাঘেরখোল এলাকায় একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিক থেকে আসা গড়িয়া-বোড়াল রুটের একটি অটোতে ধাক্কা মারে। অভিযোগ এরপর থেকে গাড়ির মালিকের কাছে আহতদের চিকিত্সার জন্য ১ লক্ষ টাকা দাবি করেছে ওই রুটের তৃণমূলের অটো ইউনিয়নের নেতারা।