special packege - Latest News on special packege| Breaking News in Bengali on 24ghanta.com
প্রেসিডেন্সির অধ্যাপকদের `উত্‍সাহ ভাতা` দেবে রাজ্য

প্রেসিডেন্সির অধ্যাপকদের `উত্‍সাহ ভাতা` দেবে রাজ্য

Last Updated: Tuesday, January 10, 2012, 08:34

চলতি মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের বিজ্ঞাপন দেওয়া হবে। উপাচার্য মালবিকা সরকার জানিয়েছেন, প্রেসিডেন্সিতে যে সব শিক্ষকদের নিয়োগ করা হবে, তাঁরা তো বিশেষ `উত্‍সাহ ভাতা`র সুবিধা পাবেনই, যাঁরা বর্তমানে প্রেসিডেন্সিতে অধ্যাপনা করছেন, তাঁরাও সেই সব সুবিধা পাবেন।