spectrum scam during - Latest News on spectrum scam during| Breaking News in Bengali on 24ghanta.com
এনডিএ জমানার টেলিকম কেলেঙ্কারির তদন্তে সিবিআই

এনডিএ জমানার টেলিকম কেলেঙ্কারির তদন্তে সিবিআই

Last Updated: Tuesday, February 7, 2012, 20:48

পাতিয়ালা হাউসের বিশেষ সিবিআই আদালত ২০০৮ সালের টুজি কেলেঙ্কারির দায় থেকে তত্‍কালীন অর্থমন্ত্রী পি চিদম্বরমকে নিষ্কৃতি দেওয়ার অনেকটাই স্বস্তিতে কংগ্রেস নেতৃত্ব। এই অনুকূল পরিস্থিতি কাজে লাগিয়ে এবার পূর্বতন এনডিএ জমানার স্পেকট্রাম বণ্টন দুর্নীতির তদন্তে জোর দিতে চাইছে প্রধানমন্ত্রী সচিবালয়ের নিয়ন্ত্রণাধীন সিবিআই।