Last Updated: Wednesday, May 16, 2012, 15:32
টানা ১৫ মাস তিহার জেলে বন্দি থাকার পর গতকালই জামিন পেয়েছেন আন্দিমুথু রাজা। কিন্তু নিরর্থক বিশ্রামে সময় নষ্ট না করে বুধবার সকালেই লোকসভার অধিবেশনে হাজির হয়ে গেলেন নীলগিরির ডিএমকে সাংসদ। প্রত্যাশা মতোই সংসদের প্রবেশপথে তাঁকে ঘিরে ধরেছিলেন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা।