spinal injury - Latest News on spinal injury| Breaking News in Bengali on 24ghanta.com
অসুস্থ রেজ্জাকের রিলিজ নিয়ে প্রশ্ন তুলছে এমআরআই রিপোর্ট

অসুস্থ রেজ্জাকের রিলিজ নিয়ে প্রশ্ন তুলছে এমআরআই রিপোর্ট

Last Updated: Wednesday, January 9, 2013, 20:32

এমআরআই রিপোর্ট বলছে, মেরুদণ্ডে গুরুতর আঘাত লেগেছে রেজ্জাক মোল্লার। তবু সোমবারই হাসপাতাল থেকে তাঁকে ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছিল। কেন? তবে কি চাপে পড়েই ওই সিদ্ধান্ত নিয়েছিল আর এন টেগোর হাসপাতাল কর্তৃপক্ষ?