Last Updated: Wednesday, November 21, 2012, 17:44
টিআরপি রিপোর্ট বলছে আইপিএলের জনপ্রিয়তা কমছে, কিন্তু বাজার তার উল্টো পথেই চলছে। আইপিএলের নতুন `টাইটেল স্পনসর` হল বহুজাতিক ঠান্ডা পানীয় সংস্থা পেপসি। পাঁচ বছরে ৩৯৬ কোটি টাকার চুক্তিতে ভারতীয় ক্রিকেটের লক্ষ্মীর ভাণ্ডার (পড়ুন আইপিএল)-এর নতুন নাম হিসাবে জড়িয়ে গেল পেপসি। মুম্বইয়ে আইপিএল কাউন্সিলের সভায় দরপত্রের সব খাম খোলার পরে ঠিক হল বিশ্বের সবচেয়ে ধনী লিগের `টাইটেল স্পনসর` হচ্ছে পেপসি।