Last Updated: Thursday, August 29, 2013, 22:24
অনুমোদিত স্কুলকে স্পনসর্ড স্কুলে পরিণত করার সরকারি সিদ্ধান্ত কার্যকর করা নিয়ে তৈরি হল সংশয়। স্পনসর্ড স্কুলকে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা মিশন বা আর এম এস-র আওতায় আনতে নারাজ কেন্দ্র। কেন্দ্রের যুক্তি আর এম এসের জন্য প্রয়োজনীয় শর্ত পূরণ হচ্ছে না স্পনসর্ড স্কুলের ক্ষেত্রে। রাজ্যের তরফে কেন্দ্রকে রাজি করানোর ফের চেষ্টা হচ্ছে।