spy satellite - Latest News on spy satellite| Breaking News in Bengali on 24ghanta.com
`চর` উপগ্রহ মহাকাশে পাঠাল ভারত

`চর` উপগ্রহ মহাকাশে পাঠাল ভারত

Last Updated: Thursday, April 26, 2012, 09:09

দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রথম `চর` উপগ্রহ সফলভাবে উত্‍‌ক্ষেপণ করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। বৃহস্পতিবার সকাল ৫টা ৪৭মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টার-এর উত্‍‌ক্ষেপণ কেন্দ্র থেকে সফলভাবে একটি `পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল (পিএসএলভি)-সি ১৯`-এর সাহায্যে মহাকাশে পাঠানো হয় রাডার ইমেজিং স্যাটেলাইট বা রিস্যাট-১ নামে এই নজরদারী উপগ্রহকে।