sreenivasan - Latest News on sreenivasan| Breaking News in Bengali on 24ghanta.com
ক্রিকেট কুর্সির লড়াই: শ্রীনি বললেন ছাড়ব না, বিরোধীরা এখনও অঙ্কে ব্যস্ত

ক্রিকেট কুর্সির লড়াই: শ্রীনি বললেন ছাড়ব না, বিরোধীরা এখনও অঙ্কে ব্যস্ত

Last Updated: Sunday, May 26, 2013, 15:48

শ্রীনিবাসনের অবস্থা কি আজ ললিত মোদীর মত হতে চলেছে। ২০১০ সালে তৃতীয় আইপিএলের ফাইনালের পর ঠিক যেরকমভাবে সরিয়ে দেওয়া হয়েছিল ললিত মোদীকে, আজ রাতের ফাইনালের পর শ্রীনিবাসনের সঙ্গেও ঠিক তাই হবে না তো। সেদিন মুম্বইতে ফাইনালে পুরস্কার বিতরনের পরই নাটকীয়ভাবে মোদীকে সরানো হয়েছিল। আজ ধীরে ধীরে শ্রীনি বিদায়ের মঞ্চ বাধা হচ্ছে। এই শহরেই সকাল থেকেই চলছে সেই মঞ্চ বাঁধার কাজ। কলকাতায় এখন সব বড় ক্রিকেট রাজনীতিবিদরা এসে পড়েছেন। দেশের সবচেয়ে লোভনীয় কুর্সিতে (মানে বিসিসিআই-এর প্রধান হওয়া) টিকে থাকা, ফিরে আসা, দখল করার লড়াই বুঁদ রাজীনিতিবিদরা।