Last Updated: Sunday, July 22, 2012, 22:55
শ্রীলঙ্কার সফরের প্রথম একদিনের ম্যাচেই শাস্তির খাঁড়া নেমে এল ভারতীয় দলের ওপর। স্লো ওভার রেটের জন্য ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ম্যাচ ফি-র ২০ শতাংশ কেটে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ম্যাচ রেফারি। কোপ পড়েছে দলের অন্যান্য সদস্যদের ওপরও। টিম ইন্ডিয়ার সব সদস্যকেই ওই ম্যাচ থেকে রোজগারের ১০ শতাংশ দিয়ে দিতে জরিমানা হিসেবে।