Last Updated: Thursday, November 21, 2013, 16:57
নেত্রীর অপ্রিয় হলেই বিপদ। নামবে শাস্তির খাড়া দলে এটা ওপেন সিক্রিটে। নজিরও অনেক আছে। এবার সেই তালিকায় যুক্ত হল সাংসদ শতাব্দী রায়ের নাম? বীরভূমের শ্রীনিকেতন শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদের চেয়ারপার্সন পদ থেকে সরানো হল সাংসদ শতাব্দী রায়কে। তাঁর চেয়ারে বসছেন মত্স মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। বিতর্ক প্রকাশ্যে এসেছিল তখনই।