steave waugh - Latest News on steave waugh| Breaking News in Bengali on 24ghanta.com
বিদায় পন্টার, ভাল থেকো...

বিদায় পন্টার, ভাল থেকো...

Last Updated: Tuesday, December 4, 2012, 16:09

আন্তজার্তিক ক্রিকেটের প্রথম টেস্ট শুরু করেছিলেন নিজের দেশে পারথতে। কাল শেষ করলেন একই মাঠে। কিন্তু পটভূমি এক হয়েও দুই দৃশ্যপটের মধ্যে ফারাক রয়ে গেল যেন কয়েকশো যোজন। আজ থেকে প্রায় ১৭ বছর আগে সেই ছটফটে, দুরন্ত রিকি পারথের পিচে দীর্ঘ একটা ইনিংস খেলেছিলেন। মাত্র ৪ রানের জন্য জীবনের প্রথম টেস্ট শতরানটি হাতছাড়া হয়ে গিয়েছিল তাঁর।