Last Updated: Saturday, July 12, 2014, 14:09
রাস্তায় ধারে থরে থরে সুখাদ্য জিভে জলের যোগান দিলেও স্বাস্থ্যের কথা ভেবে সে সব দিকে কি আপনি নজর বাঁচিয়ে চলেন? স্বাস্থ্যকর সুখাদ্যের সন্ধানে আপনার ডেস্টিনেশন যদি দামি রেঁস্তোরা হয় তাহলে এবার একটু সতর্ক হন। আর একবার ভেবে দেখুন। অপরিচ্ছন্ন, অস্বাস্থ্যকর বলে ফুটপাতের যে সস্তার খাবারকে আপনি অবহেলা করছেন জানেন কি আসলে সেই খাবার গুলিই সাজানো রেঁস্তোরার দামি খাবারের থেকে আসলে অনেক বেশি সুরক্ষিত? স্বাস্থ্যের পক্ষেও অনেক ভাল? অন্তত এমনটাই দাবি করেছেন অস্ট্রেলিয়ার প্রখ্যাত খাদ্য বিশেষজ্ঞ শার্মিন ও`ব্রায়ন।