Last Updated: Wednesday, April 2, 2014, 22:24
জেব্রার ডোরাকাটা এল কোথা থেকে? কেনই বা এল? বহুদিন ধরেই চলছে গবেষনা। কখনও উত্তর এসেছে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণের স্বার্থে, কথনও বা জবাব পাওয়া গেছে অভিষোজনের কারণে। অবশেষ ন্যাশনাল জিওগ্রাফিকের দুটি উত্তর খারিজ করে দিয়েছে এই সব তত্ত্বকে।