Last Updated: Thursday, December 5, 2013, 21:59
ছাত্র সংসদ নির্বাচনের দিনক্ষণ ঠিক করে ফেলল কলকাতা বিশ্ববিদ্যালয়। নির্বাচন জানুয়ারি মাসে। ভোট হবে চার দফায়। অনলাইনে ফর্ম তোলা ও জমা দেওয়ার বিশেষ সুবিধা থাকছে এবারের নির্বাচনে। চার দফায় ভোট হবে কলকাতা বিশ্ববিদ্যালয়ে। ভোট হবে ১৬,১৮, ২১, ২৮ শে জানুয়ারি। বিশ্ববিদ্যালয়ের ছটি ক্যাম্পাস সমেত বিশ্ববিদ্যালয়ের অধীন ১৪০ টি কলেজে ভোট হবে ওই চার দিনে। ২১শে জানুয়ারি ভোট হবে হাওড়ার সবকটি কলেজে, ২৮ জানুযরি ভোট হবে দক্ষিণ ২৪ পরগনা ও হুগলির কলেজগুলিতে , ১৮ জানুযারি ভোট হবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছটি ক্যাম্পাসে , কলকাতার বিভিন্ন কলেজে ভোট হবে ১৬, ১৮, ২১ জানুয়ারি।