su kyi to abroad - Latest News on su kyi to abroad| Breaking News in Bengali on 24ghanta.com
বিদেশ সফরে যাচ্ছেন সু চি

বিদেশ সফরে যাচ্ছেন সু চি

Last Updated: Wednesday, April 18, 2012, 16:34

দীর্ঘ দু`দশকেরও বেশি সময় গৃহবন্দী থাকার পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন মায়ানমারের নোবেলজয়ী সমাজকর্মী ও বিরোধী দলনেত্রী আন সান সু চি। বুধবার সু চি`র দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি)-র তরফে জানানো হয়েছে, জুন মাসে ব্রিটেন ও নরওয়ে সফরে যাওয়ার পরিকল্পনা করেছেন সু চি।