Last Updated: Friday, November 16, 2012, 22:44
শনিবার মারগাঁওতে লিগ তালিকার দ্বিতীয় স্থানে থাকা সুভাষ ভৌমিকের চার্চিল ব্রাদার্সের মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল। মরগ্যানের দলের মতই আই লিগের শুরুটা দুরন্ত করেছে
গোয়ার দলটি।মরগ্যান বলছেন,দুই দলেই ভাল ফুটবলার রয়েছে। তাই মারগাঁওতে হাড্ডাহাড্ডি ম্যাচ হবে বলে মনে করছেন লাল-হলুদ কোচ।