Last Updated: Saturday, February 11, 2012, 17:04
শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে ভারতরত্ন দেওয়ার পক্ষে সওয়াল করে বিতর্কে জড়ালেন জনতা পার্টি সভাপতি সুব্রহ্মম স্বামী। জনতা পার্টি সভাপতির বক্তব্য, লিবারেশন টাইগারস অফ তামিল ইলম (এলটিটিই)-কে সম্পূর্ণ শেষ করে দেওয়ার জন্য মহেন্দ্র রাজাপক্ষেকে ভারত রত্ন দেওয়া উচিত।