sudonkoda - Latest News on sudonkoda| Breaking News in Bengali on 24ghanta.com
একসাথে পথ চলায় ঐক্য খুঁজছে জাপান

একসাথে পথ চলায় ঐক্য খুঁজছে জাপান

Last Updated: Tuesday, November 19, 2013, 10:31

সবে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ। এই প্রবাদ প্রবচনটি অক্ষরে অক্ষরে মিলে যায় এক সুদানকোদো খেলায়। এককথায় ঐক্যবদ্ধ হয়ে চলা। জাপানের নিপ্পন স্পোর্টস সায়েন্স ইউনিভার্সিটির একদল ছাত্রছাত্রী সাফল্য পেয়েছেন এই পথ চলায়। না ফুটবল বা ক্রিকেটের মত কোনও স্পোর্টস ইভেন্ট নয়। এ হল নিছকই হাঁটা। ঐক্যবদ্ধ ভাবে কখনও সামনে আবার কখনও পিছনে।