Last Updated: Saturday, April 6, 2013, 16:19
বিনিয়ন্ত্রণের পর ৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই ক্রমশঃ ঝাঁঝ বাড়ছে চিনির। মিষ্টিমুখ করতে এবার তুলনায় অনেকটাই বেশি ব্যয় করতে হচ্ছে মধ্যবিত্তকে। চিনিকলের মালিকরা এখন থেকে আর সরকারি নির্দেশিকায় বাজারে চিনি সরবরাহ করতে বাধ্য নন। তাই গুদামে চিনি মজুদ রেখে যথেচ্ছভাবে দাম বাড়ানোর চাবিকাঠি এখন চিনিকল মালিকদের। তার প্রভাব পড়তে শুরু করেছে বাজারে।