suicide of former du - Latest News on suicide of former du| Breaking News in Bengali on 24ghanta.com
অভাবে আত্মঘাতী প্রাক্তন ডানলপ-কর্মী

অভাবে আত্মঘাতী প্রাক্তন ডানলপ-কর্মী

Last Updated: Saturday, July 28, 2012, 13:24

অভাবের তাড়নায় আত্মহত্যা করলেন সাহাগঞ্জ ডানলপ কারখানার অবসরপ্রাপ্ত শ্রমিক অজয় চ্যাটার্জি। ২০০৬ সালে তিনি ওই সংস্থা থেকে স্বেচ্ছাবসর নেন। কিন্তু এরপরে সংস্থা তাঁর প্রভিডেন্ড ফান্ড-সহ ন্যায্য পাওনা মেটায়নি বলেই অভিযোগ। অভাবের তাড়নাতেই তিনি আত্মঘাতী হয়েছেন বলে অনুমান পরিবারের।