Last Updated: Wednesday, July 2, 2014, 23:58
গয়না ভর্তি সুটকেস ফেরত দিয়ে নজির গড়লেন ট্যাক্সিচালক। টালিগঞ্জ সার্কুলার রোড থেকে ট্যাক্সিতে চেপেছিল চেতলার দাস পরিবার। সব জিনিস নামালেও গয়না ভর্তি সুটকেসটাই নামাতে ভুলে যান। পরে বাড়ি চিনে ট্যাক্সিচালক নিজে ফেরত দিয়ে আসেন সুটকেস।