Last Updated: Sunday, April 22, 2012, 15:09
ছত্তিসগড়ের সুকমার অপহৃত জেলাশাসক অ্যালেক্স পল মেননে মুক্তির দাবিতে ৮
নেতার মুক্তি দাবি করল মাওবাদীরা। এজন্য ২৫ এপ্রিলের সময়সীমা দিয়েছে তারা।
মাও নেতা গোপান্না, নির্মল এক্কা, দেওপাল, চন্দ্রশেখর রেড্ডি,
শান্তিপ্রিয়া, কোরসা সান্নি, মাকরাম সান্নি, আশিষ সান্নির মুক্তি দাবি
করেছে অপহরণকারীরা।