super league footbal - Latest News on super league footbal| Breaking News in Bengali on 24ghanta.com
ফুটবলের `আইপিএলে` এবার সচিন বনাম সৌরভ

ফুটবলের `আইপিএলে` এবার সচিন বনাম সৌরভ

Last Updated: Friday, April 11, 2014, 18:58

ফুটবলের ইন্ডিয়ান সুপার লিগে হতে চলেছে সচিন, সৌরভের লড়াই। এই লিগে কলকাতার ফ্রেঞ্চাইজি পেলেন সৌরভ গাঙ্গুলি। সৌরভ গাঙ্গুলির সঙ্গে আছেন শিল্পপতি হর্ষ নেওটিয়া, সঞ্জীব গোয়েঙ্কা আর স্পেনের বিখ্যাত ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ। কোচি ফ্র্যাঞ্চাইজি পেয়েছেন সচিন তেণ্ডুলেকর। গুয়াহাটি ফ্রেঞ্চাইজি পেয়েছেন জন আব্রাহাম।