Last Updated: Wednesday, July 2, 2014, 15:15
ব্রাজিল বিশ্বকাপে প্রায় প্রতি ম্যাচেই নায়ক হয়ে উঠছেন পরিবর্ত হিসেবে নামা ফুটবলাররা। সুপার সাবরাই সাম্বার দেশে বিশ্বকাপে পার্থক্য গড়ে দিচ্ছেন। সোমবার রাতে জার্মানির আন্দ্রে শারলের গোলের পর এবারের বিশ্বকাপে পরিবর্তে নামা ফুটবলারের করা গোলের সংখ্যা দাঁড়াল ২৭।