Last Updated: Friday, March 28, 2014, 12:58
কুসংস্কারের পক্ষে প্রচার চালাচ্ছেন তিনি। অমিতাভ বচ্চনের বিরুদ্ধে এই অভিযোগ তুলে আদালতে মামলা করলেন পুনের এক সমাজকর্মী। হেমন্ত পাটিল নামে ওই সমাজকর্মী মহারাষ্ট্র নরবলি বিরোধী ও অন্যান্য অমানবিক, অশুভ, অঘোরি কার্যকলাপ ও কালাজাদু ধারা, ২০১৩ অনুসারে অমিতাভের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। আগামী ১৮ এপ্রিল মামলাটির শুনানির দিন ধার্য করেছেন মুম্বই ম্যাজিস্ট্রেট সীতা কুলকার্নি।