suprime court - Latest News on suprime court| Breaking News in Bengali on 24ghanta.com
সুপ্রিম কোর্টে স্বস্তি গিলানির, আপাতত ফিরছেন না মুশারফ

সুপ্রিম কোর্টে স্বস্তি গিলানির, আপাতত ফিরছেন না মুশারফ

Last Updated: Thursday, January 19, 2012, 09:41

সুপ্রিম কোর্টের নির্দেশে বৃহস্পতিবার আদালতে সশরীরে হাজিরা দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি। জানালেন, শীর্ষ আদালতের প্রতি পূর্ণ সম্মান ও আস্থা রয়েছে তাঁর। যখনই তাঁকে তলব করা হবে, তখনই সুপ্রিম কোর্টে হাজির হবেন তিনি।