Last Updated: Wednesday, May 28, 2014, 20:45
নেপালি মাংসের সুরুয়া গরমের জন্য আদর্শ খাবার। হালকা অথচ সুস্বাদু খাবার সুপের মতো খেলে যেমন খিদে বাড়ানোর কাজ করে, তেমনই ভাত, রুচি এমনকী পাঁউরুটির সহ্গেও দারুণ ভাবে খাওয়া যায় এই সুরুয়া। মুখের স্বাদ ফিরিয়ে আনতেও অসাধারণ কাজ করে নেপালি সুরুয়া।