Last Updated: Monday, November 26, 2012, 20:41
সোমবার দুপুর ৩টে নাগাদ দোকান উচ্ছেদকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল এমজি রোড সংলগ্ন পূরবী সিনেমা এলাকা। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, কোনওরকম নোটিশ
ছাড়াই পুলিস উচ্ছেদের কাজে নামে। প্রতিবাদে পুলিসের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় ব্যবসায়ীদের । এমজি রোড এবং সূর্যসেন স্ট্রিট অবরোধও হয়। প্রায় ২ ঘণ্টা অবরোধ চলে।