Last Updated: Monday, April 8, 2013, 10:43
জেট কেনাবেচায় রাজীব গান্ধীর জড়িত থাকার উইকিলিকসের দাবি আজ এক কথায় উড়িয়ে দিল কংগ্রেস। কংগ্রেসের মুখপত্র জনার্দন দ্বিবেদী জানিয়েছেন তাঁরা উইকিলিকসের এই তথ্যকে ভিত্তি হীন দাবি করে জানিয়েছেন কংগ্রেস এই বিষয়টিকে কোনও গুরুত্বই দিচ্ছে না।