Last Updated: Wednesday, July 2, 2014, 12:46
সুইপার-কিপার। একটা নতুন শব্দের জন্ম দিলেন আলজেরিয়ার বিরুদ্ধে জার্মানির জয়ের অন্যতম নায়ক গোলরক্ষক ম্যানুয়েল নয়ার। গোলের পাশাপাশি রক্ষণ সামলালেন অসাধারন দক্ষতায়। আলজেরিয়ার আক্রমণ থামাতে বারবার পোনাল্টি বক্সের বাইরে বেড়িয়ে এলেন। গোলরক্ষক হয়েও যেন সুইপারের ভূমিকায় বেকেনবাওয়ার, লোথার ম্যাথুজকে মনে করালেন নয়ার।