syria child death - Latest News on syria child death| Breaking News in Bengali on 24ghanta.com
সিরিয়ার অনাহারে মারা যাওয়া শিশুর ছবি দেখে চোখে জল

সিরিয়ার অনাহারে মারা যাওয়া শিশুর ছবি দেখে চোখে জল

Last Updated: Thursday, February 6, 2014, 15:47

সিরিয়ায় দামাস্কাসের সরকারি হাসপাতালে নিয়ে আসা হল এক শিশুকে । তার বাদামী দুটি চোখ কঠিন মুখগহ্বরের অন্তরালে ঢুকে রয়েছে। পাঁজরের প্রত্যেকটি হার গোনা যাচ্ছে। মনে হচ্ছে শিশুটির সারা গায়ে একটা ফিনফিনে পাতলা চামড়া জড়ানো। অসহ্য যন্ত্রণায় ছটপট করছে। ডাক্তার, শিশুটির মা নিরুপায় হয়ে দেখছে। আস্তে আস্তে শিশুটির এক একটি অঙ্গপ্রত্যঙ্গ অসাড় হয়ে যায়।