Last Updated: Saturday, June 9, 2012, 15:38
রায়গঞ্জ আর রামপুরহাট কাণ্ডেরই নয়া সংষ্করণ দেখা গেল তমলুকের ডাক্তার নিগ্রহের ঘটনায়। সেই সঙ্গে ফের প্রশ্ন উঠে গেল পরিবর্তনের জমানার পুলিসের নিরপেক্ষতা নিয়ে! সাজানো গ্রেফতারের পর অতি লঘু ধারার মামলা নিয়ে তত্ক্ষণাত্ জেলা আদালতে জামিন পেয়ে গেলেন তমলুক শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি চঞ্চল খাঁড়া।