tax free - Latest News on tax free| Breaking News in Bengali on 24ghanta.com
কলকাতাকে নীলসাদা করলেই মিলবে কর ছাড়, ধন্দে শহরবাসী এটা `গিফট` না `সরকার গৌরী সেন হওয়ার পথে`!

কলকাতাকে নীলসাদা করলেই মিলবে কর ছাড়, ধন্দে শহরবাসী এটা `গিফট` না `সরকার গৌরী সেন হওয়ার পথে`!

Last Updated: Tuesday, June 10, 2014, 21:14

বাড়ির রঙ করুন নীল সাদা। তাহলেই মিলবে করছাড়। দিতে হবে না একবছরের পুরকর। কেউ বলছেন,ভালই তো। এটা পুরসভার গিফট। একটু পোড়খাওয়ারা প্রশ্ন তুলছেন,করছাড় তো ভালই। কিন্তু রঙ করানোর খরচ দেবে কে? পুরসভা? আরও এগিয়ে একদলের বক্তব্য, করছাড়ে পুরসভার আয় যে কমবে, সেই টাকা যোগাবে কে? তখন সারদাকাণ্ডের মতো সরকারই কি হয়ে উঠবে গৌরী সেন?