Last Updated: Tuesday, May 8, 2012, 09:06
কর পাঁকির ক্রমবর্ধমান প্রবণতা রুখতে বাজেট প্রস্তাবে এ ব্যাপারে নতুন নিয়মবিধি জেনারেল অ্যান্টি-অ্যাভয়ডেন্স রুল্স বা জিএএআর তালুর প্রস্তাব দিয়েছিলেন প্রণব মুখোপাধ্যায়। কিন্তু শিল্পমহলের প্রবল চাপে আপাতত ব্যাপারে পিছু হটতে হল তাঁকে।