Last Updated: Tuesday, November 26, 2013, 10:01
দিল্লি হাইকোর্টে আজ তরুণ তেজপালের আগাম জামিনের শুনানি হতে পারে। গতকালই দিল্লী হাইকর্টে আগাম জামিনের আবেদন করেন তরুণ তেজপাল। গত ২২ শে নভেম্বর তেজপালের বিরুদ্ধে ধর্ষণ ও সম্মানহানীর মামলা দায়ের করে গোয়া পুলিস।